Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তর, সিলেট এর সিটিজেন চার্টার

 

ক্রম

প্রদানকৃত সেবাসমূহ

প্রয়োজনীয় কাগজপত্রাদি

দাবী নিষ্পত্তির সময়

১.

আইআরসি (বাণিজ্যিক) জারিকরণ

1.     ট্রেড লাইসেন্স।

2.    চেম্বার অব কমার্সের সদস্য সনদ।

3.    টিআইএন (TIN)সার্টিফিকেট।

4.     ট্রেজারী চালানের মূলকপি।

5.    ব্যাংক কর্তৃক আর্থিক স্বচ্ছলতার সনদ।

6.    নাগরিকত্ব সনদ/পাসপোর্টের কপি।

7.     অংশীদারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে অংশীদারী দলিলের কপি।

8.    লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে মেমোরেন্ডাম অব আর্টিকেলস।

9.     ছবি (সত্যায়িত)।

 

 

 

 

 

 

 

 

কাগজপত্রাদির সঠিকতা যাচাইপূর্বক জমাদানের পর

 দ্রুত দাবী নিষ্পত্তি করা হয়। 

২.

আইআরসি (শিল্প) জারিকরণ

উল্লিখিত কাগজপত্রাদি সহ পোষক ও  প্রধান নিয়ন্ত্রক, ঢাকা হইতে অনুমোদন।

৩.

 

ইন্ডেন্টিং সনদ জারিকরণ

1.     ট্রেড লাইসেন্স।

2.    চেম্বার অব কমার্সের সদস্য সনদ।

3.    টিআইএন (TIN)সার্টিফিকেট।

4.     ট্রেজারী চালানের মূলকপি।

5.    ব্যাংক কর্তৃক আর্থিক স্বচ্ছলতার সনদ।

6.    নাগরিকত্ব সনদ/পাসপোর্টের কপি।

7.     অংশীদারী প্রতিষ্ঠানের ক্ষেত্রেঅংশীদারী দলিলের কপি।

8.    ইন্ডেন্টিং এসাসিয়েশন এর সদস্য সনদ।

9.     ছবি (সত্যায়িত) এবং

10.সোল এগ্রিমেন্ট।

৪.

 

 

 

ইআরসি জারিকরণ

১. ট্রেড লাইসেন্স।

২. চেম্বার অব কমার্সের সদস্য সনদ।

৩. ট্রেজারী চালানের মূলকপি।

৪. নাগরিকত্ব সনদ/পাসপোর্টের কপি।

৫. ছবি (সত্যায়িত)

৫.

নবায়ন

আবেদন ও মূল চালান দাখিল সাপেক্ষে আইআরসি, ইআরসি নবায়ন করা হয়।

চালান যাচাইপূর্বক জমাদানের পর দ্রুত নবায়ন সম্পন্ন করা হয়।